বরিশাল
গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
নিজস্ব প্রতিবেদকঃ গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” স্লোগানকে ধারন করে সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের ভাষা সৈনিক কাজি গোলাম মাহাবুব চত্তর থেকে একটি র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গৌরনদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সালাউদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খান। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহবায়ক খন্দকার মনিরুজ্জামান মনির, মাহিলিড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নুর আলম সেরনিয়াবাত, গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ বিপুল হোসেন। উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ মোল্লা মাহফুজ, গৌরনদী রিপোটার্স ইউনিটির সাবেক সভাপতি মোঃ খায়রুল ইসলাম প্রমুখ। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।