গৌরনদী
গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ পালিত
নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। এই দিনটি নারীদের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অর্জনকে স্মরণ করে এবং নারী অধিকার, সমতা ও ক্ষমতায়নের জন্য সচেতনতা বৃদ্ধির লক্ষে উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে গৌরনদী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অধিদপ্তর ও গৌরনদী উপজেলা মহিলা সংস্থার কার্যালয়ের যৌথ উদ্যোগে শনিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে “অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” প্রদিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভার আয়োজন করা হয়। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিনী এডভোকেট ফাতিমার আক্তার। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা জাহানারা বেগম, জতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কমকর্তা মোঃ শহীদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অধিদপ্তরের সুপারভাইজার নারায়ন চন্দ্র, সাংবাদিক আব্দুছ ছালেক মামুন, সোলায়মান তুহিন প্রমুখ