Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    বরিশালের সন্ধা নদীতে লঞ্চ ডুবি ১৩ জনের লাশ উদ্ধার ॥ অর্ধশতাধিক নিখোঁজ

    | ১১:৩৮, সেপ্টেম্বর ২১ ২০১৬ মিনিট

    b
    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের বানারীপাড়া উপজেলার সন্ধা নদীর সৈয়দকাঠী ইউনিয়নের মসজিদবাড়ির দাসের হাট এলাকায় বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে ভাঙনের কবলে পরে এমএল ঐশি-২ নামের যাত্রীবাহি একতলা লঞ্চ ডুবির ঘটনা ঘটেছে। এতে ৪ নারী, ২ শিশুসহ ১৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন প্রায় অর্ধশতাধিক যাত্রী। থানা পুলিশ, ফায়ার সার্ভিসের ডুবুরিদল স্থানীয়দের সহায়তায় আপ্রান চেষ্ঠা চালিয়ে ডুবে যাওয়া লঞ্চটিকে বিকেল সাড়ে তিনটার দিকে সনাক্ত করেছেন।
    সূত্র মতে, নদীতে তীব্র স্রোতের কারণে উদ্ধার অভিযান কিছুটা বিলম্ব হচ্ছে। দূর্ঘটনার পর থেকেই নদীর দু’তীরে কয়েক হাজার মানুষের উপস্থিতি রয়েছে। নদীর তীরে নিখোঁজদের স্বজনদের আহাজারিতে ওই এলাকার আকাশ বাতাস ভাড়ি হয়ে উঠেছে। খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে আসেন জেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাাহ এমপি, প্যানেল স্পীকার এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস এমপি, জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামান সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
    ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বরিশালের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার জানান, লঞ্চ ডুবির ঘটনায় বিকেল সাড়ে তিনটা থেকে চারটা পর্যন্ত উজিরপুরের হারতা গ্রামের সুকদেব মল্লিক (৩০), রাবেয়া বেগম (৫০), মোজাম্মেল মোল্লা (৬০), রুপা বেগম (২৫), সাগর মীর (২৪), জিরাকাঠী গ্রামের মিলন ঘরামী (৩৫), মশাং গ্রামের শান্তা (৮) সহ ১০ জন এবং দুপুর একটার দিকে রহিমা বেগম (৬৫), অজ্ঞাত (৮) এক শিশু, বরিশাল শহরের কহিনুর বেগম (৪৫) সহ মোট ১৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, ডুবে যাওয়া লঞ্চ ও নিখোঁজ যাত্রীদের উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরী দল দুপুর দুইটা থেকে কাজ শুরু করেছেন।
    ডুবে যাওয়া লঞ্চ থেকে সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন ১৫জন যাত্রী। এরমধ্যে সিদ্দিকুর রহমান ও তার স্ত্রী রোকসানা বেগম বলেন, বেলা সাড়ে এগারোটার দিকে সন্ধা নদীর বানারীপাড়া লঞ্চ ঘাট থেকে ৭০ জন যাত্রী নিয়ে এমএল ঐশি-২ নামের একতলা লঞ্চটি উজিরপুরের হাবিবপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে বারোটার দিকে সন্ধা নদীর সৈয়দকাঠী ইউনিয়নের মজিদবাড়ি এলাকার দাসের হাট উত্তর পাড়ে যাত্রী ওঠানোর সময় নদীর পাড়ের বিশাল অংশ ভেঙ্গে লঞ্চের ওপর পরে তীব্র স্রোতের সৃষ্টি হয়। এসময় যাত্রীরা তাড়াহুড়ো করে এক পাশে আসলে লঞ্চটি কাঁথ হয়ে মুহুর্তের মধ্যে ডুবে যায়। পরবর্তীতে তারা প্রায় ১৫ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন। নদীতে তীব্র স্রোত থাকায় অন্যান্য যাত্রীরা ডুবে যাওয়া লঞ্চের সাথে নিখোঁজ হন। দুর্ঘটনায় কবলিত লঞ্চটির যাত্রী আলেয়া বেগম বিলাপ করে বলেন, আমি সাঁতরে পারে উঠলেও আমার স্বামী জয়নাল হাওলাদারসহ কমপক্ষে অর্ধশতাধিক যাত্রী নিখোঁজ রয়েছেন। তিনি আরও বলেন, দুর্ঘটনার সময় বৃষ্টি হওয়ায় লঞ্চের সকল জানালা বন্ধ ছিলো। ফলে বেশির ভাগ যাত্রীরা লঞ্চের মধ্যেই আটকা পরে।
    বানারীপাড়া থানার ওসি জিয়াউল আহসান এ রিপার্ট লেখার সময় বিকেল সাড়ে চারটার দিকে বলেন, এখন পর্যন্ত নিখোঁজ ২০ জনের নামের তালিকা তৈরী করা হয়েছে। বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ শহিদুল ইসলাম জানান, ঘটনার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে বিকেল সাড়ে তিনটার দিকে ডুবে যাওয়া লঞ্চটির স্থান সনাক্ত করে লাশ উদ্ধারের চেষ্ঠা করছেন। তিনি আরও জানান, নদীতে তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজ বিলম্বিত হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলছে।

    Post Views: ১৯

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়  দোয়া ও  মোনাজাত
    • গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তার হোমিওপ্যাথিক  কলেজ পরিদর্শন ও মতবিনিময়
    • ডাকাতির প্রস্তুতিকালে গৌরনদীতে চার ডাকাত গ্রেপ্তার
    • গৌরনদীতে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় বেকারির শ্রমিকের মৃত
    • গৌরনদীতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে ভূয়া  চিকিৎসক  গ্রেপ্তার, হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
    • গৌরনদী ডিবেটিং ক্লাবের উদ্যোগে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
    Top