গৌরনদী
গৌরনদীতে শিশু নিখোঁজ, একদিন পর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী উপজেলার কুতুবপুর গ্রামে নানা বাড়ি বেড়াতে এসে নানার সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজের একদিন পর বুধবার রাতে শিশু তাওসীফের (১০) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা । নিহত তাওসীফ পার্শ্ববর্তী কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের মাসুম হাওলাদারের ছেলে ও পূর্ব চরকুতুবপুর এ.কে স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ছাত্র।
গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মো. বিপুল হোসেন জানান, মঙ্গলবার দুপুরে নানা কাওসার হোসেন নাতি তাওসীফকে নিয়ে আড়িয়াল খাঁ নদীর কুতুবপুর খেয়াঘাট এলাকায় গোসল করতে গিয়ে নিঁখোজ হন। খোজাখুজি করে না পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসকে বিষয়টি অবহিত করেন। বুধবার দুপুরে গৌরনদী ফায়ার স্টেশনের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক অনুসন্ধান চালায়। ৫ ঘন্টা অভিযান চালিয়ে নিখোঁজ শিশুর সন্ধান না পেয়ে বরিশাল নদী বন্দর স্টেশনের ডুবুরী দলের সদস্যদের খবর দেওয়া হয়। ডুবুরী দলের সদস্যরা চেষ্টা চালিয়ে বুধবার রাত সাড়ে ৭টার দিকে শিশু তাওসীফের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। পরে নিহত শিশুর মরদেহ পুলিশের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।