বরিশাল
গৌরনদীতে মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিয়ষক সভা
নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার বাজার ও দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার নিমিত্ত স্থানীয় উৎপাদন উৎস, আড়ত ও বাজার পন্য পরিবহন ব্যবস্থা ও সাপ্লাই চেইন নিয়ন্ত্রণ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী ও গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. রাজিব হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার শেখ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাধন চন্দ্র বল, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দেবনাথ, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক শঙ্কর কুমার দাস, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার, টরকী বন্দর বনিক সমিতির সভাপতি শরীফ শাহাবুব হাসান, গৌরনদী বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি চুন্নু তালুকদার, সাধারন সম্পাদক কামরুজ্জামান খোকন, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম ফকির, সরিকল বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি মো. হোদায়েত হোসেন মৃধা, বাটাজোর বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি বাবুল হোসেন সহ অন্যান্যরা।