গৌরনদী
মায়ের সাথে দেখা হল না শিশু ইয়াসিনের, গৌরনদীতে বাস চাঁপায় শিশু নিহত
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর পুলিশ ফারির সামনে মায়ের সাথে দেখা করতে এসে মঙ্গলবার রাতে নানার হাত ধরে মহাসড়ক পারাপারের সময় ইয়াসিন সিকদার (১০) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় নিহত শিশুর নানা মজিবর রহমান (৫৫) গুরুত্বর আহত হয়েছে।
স্থানীয় লোকজন ও গ্রামবাসি জানান, ২০১৪ সালে আগৈলঝাড়া উপজেলার রতœপুর ইউনিয়নের মিশ্রিপাড়া গ্রামের মজিবর রহমানের কন্যা কন্যা নুসরাত জাহানের (১৮) বিয়ে হয় একই গ্রামের মোঃ সুমন সিকদারের সঙ্গে। নুসরাত জাহান অন্তঃসত্ত¡া থাকায় অবস্থায় স্বামী সুমন সিকদার স্ত্রী নুসরাত জাহানকে তালাক দিয়ে চলে যায়। পরবর্তিতে ২০১৫ সালে নুসরাত জাহানের ঘরে একটি পুত্র সন্তান জন্ম নেয়। তার নাম রাখা হয় ইয়াসিন সিকদার। মা নুসরাত জাহান পুত্র ইয়াসিনকে নিয়ে বাবার বাড়িতে গত দশ বছর যাবত বসবাস করে আসছিল। পরিবারের ইচ্ছামত গত ১ মার্চ নুসরাত জাহানের দ্বিতীয় বিয়ে হয় গৌরনদী উপজেলার বাটাজোর গ্রামের তালেব হাওলাদারের সাথে। নুসরাত জাহানের বাবা মজিবর রহমান বলেন, দ্¦িতীয় বিয়ের পর থেকে নুসরাত জাহানের আগের ঘরের সন্তান ইয়াসিন (১০) মাকে দেখার জন্য কান্নাকাটি করে। মঙ্গলবার রাত ৮টার দিকে ইয়াসিনকে তার মায়ের সাথে দেখা করানোর জন্য আমি নিজ বাড়ি থেকে বাটাজোর (নুসরাত এর বর্তমান স্বামীর বাড়ি) রওয়ানা হয়ে রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর পুলিশ ফারির সামনে পৌছলে আমার হাত ধরে রাস্তা পারপারের সময় বরিশালগামী হাওলাদার নামের একটি লোকাল বাস শিশু ইয়াসিনকে চাঁপা দিলে ঘটনাস্থলেই নিহত হয়। নানা মজিবর কাঁদতে কাঁদতে বলেন, দুখি ইয়াসিন মায়ের সাথে দেখা করা হল না তার মায়ের সঙ্গে দেখা করার আগেই বেপরোয়া বাস জীবন কেড়ে নিল। এ ঘটনায় নানা মজিবর রহমান গুরুতরভাবে আহত হন। ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করে আগুন ধরিয়ে দেয়। তবে বাসে আগুন দেওয়ার আগেই চালক-হেলপার ও যাত্রীরা নিরাপদে পালিয়ে যায়। অপরদিকে রাত পৌনে নয়টার দিকে মহাসড়কের দক্ষিণ বাটাজোর এলাকায় কিংস পরিবহনের একটি বাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমূখি সংঘর্ষে তিনজন আহত হয়েছে।
গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তরের পাশাপাশি বাসের আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। এছাড়াও পৃথক ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এরমধ্যে বৃদ্ধ মজিবর রহমানের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান, নিহত শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পরপরই চালক-হেলপাড় পালিয়েছে। পৃথক দূর্ঘটনা কবলিত যানবাহন আটক করা হয়েছে। এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।