গৌরনদী
গৌরনদীতে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ “ তোমার আমার বাংলাদেশে ভোট দিবো মিলেমিশে” শ্লোগানকে ধারন করে গৌরনদী উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে রোববার সকালে গৌরনদীতে জাতীয় ভোটার দিবস ২০২৫ উপলক্ষে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদের ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব চত্বর থেকে বর্নাঢ্য র্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোলনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ আবু আবদুল্লাহ খান। আলোচক ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ সাইদুর রহমান, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহবায়ক খোন্দকার মনিরুজ্জামান মনির, উপজেলা সহকারী নির্বাচন অফিসার মোঃ মাইনুল ইসলাম।