গৌরনদী
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বর্তমান সরকারের উন্নয়নের অংশীদার হোন-আবুল হাসানাত আবদুল্ল¬াহ (এমপি)
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ উজিরপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির কর্মকর্তা ও সদস্যরা মঙ্গলবার সকালে স্থানীয় সরকার, পল¬ী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান, বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি, সাবেক চিফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল¬াহ এমপি’র সাথে তার সরোলস্থ বাসভবনে সাক্ষাত করে ফুলেল শুভেচ্ছা জানান।
আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল¬াহ (এমপি) উপস্থিত সাংবাদিকদের উদ্যেশ্যে বলেন, কলম সৈনিকরা জাতির বিবেক, তারা তাদের সঠিক লেখনির মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে পারেন। আমাদের সরকার ব্যাপক উন্নয়ন করেছে, আপনারা আমাদের উন্নয়ন নিয়ে তথ্য ভিত্তিক সমস্যা ও সম্ভাবনার উপরে সংবাদ পরিবেশন করে বর্তমান সরকারের উন্নয়নের অংশীদার হোন।
অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মহাসিন মিয়া লিটন ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম সরদার, সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম, সৈয়দ নাজমুল, নাসির উদ্দিন বালী অপু, কোষাধ্যক্ষ সাকিল মাহমুদ আউয়াল, দপ্তর সম্পাদক মিজানুর রহমান রনি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হক মুন্না, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক সরদার সোহেল, নির্বাহী সদস্য নাসির শরীফ, মোঃ কাওছার হোসেন, রফিকুল ইসলাম প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. জামাল হোসেন, সাধারণ সম্পাদক আঃ মজিদ শিকদার বাচ্চু, উজিরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি প্যানেল মেয়র হেমায়েত উদ্দিন, উপজেলার সাবেক স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ইকবাল হোসেন বালী। সাংবাদিকরা প্রেসক্লাবের স্থায়ী ভবন নির্মাণসহ প্রেসক্লাবের উন্নয়নের বিভিন্ন দাবির প্রেক্ষিতে এমপি আবুল হাসানাত আব্দুল¬াহ তাদের দাবি পুরণের আশ্বাস প্রদান করেন।