গৌরনদী
একুশে উপলক্ষে গৌরনদী প্রেসক্লাবের আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা
নিজস্ব প্রতিবেদকঃ মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা বুধবার সন্ধ্যায় ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারের মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়। ক্লাবের আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু আবদুল্লাহ খান । বিশেষ অতিথি ছিলেন তার সহধর্মিনী এ্যাডভোকেট ফাতিমা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন, গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাহাবুবুর রহমান, হাইওয়ে থানার ওসি মোঃ আমিনুর রহমান। অনুষ্ঠানে আলোচন ছিলেন গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহবায়ক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, খোন্দকার মনিরুজ্জামান মনির। আলোচনা মেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মাতিয়ে গান পরিবেশন করেন সাংবাদিক কাজী আল আমিন, আমিন মোল্লা সহ অন্যান্য শিল্পীরা।