বরিশাল
গৌরনদীতে বৃদ্ধাশ্রমের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদকঃ বুধবার সন্ধ্যায় বরিশালের গৌরনদী উপজেলার টরকীতে “ট্রাষ্ট ওল্ড এজ এন্ড কেয়ার হোম” নামের বৃদ্ধাশ্রমের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন। বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল (গানার) কাজী সুজন এলাকায় গড়ে তুলেছেন বৃদ্ধাশ্রম।
উদ্বোধনী অনুষ্ঠানে সেনা সদস্য কাজী সুজনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক জনকন্ঠের বরিশালের স্টাফ রিপোর্টার ও গৌরনদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, লন্ডন প্রবাসী ব্যারিষ্টার রুমান ইসলাম, সাংবাদিক এসএম মিজান সহ অন্যান্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন গৌরনদী বøাড ডোনার্স ক্লাবের পরিচালক ইমরান ইবনে আমিন। শেষে কেককাটা ও দোয়া-মোনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।