বরিশাল
গৌরনদী পৌরসভার জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা নিয়ে পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ গৌরনদী পৌরসভার জলাবদ্ধতা নিরসনে ডিপারমেন্ট অব ওয়াটার রিসোস ইঞ্জিনিয়ারিং সহায়তা ড্রেনেজ ব্যবস্থা নিয়ে কর্মশালা সোমবার সকালে পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত। গৌরনদী পৌর সভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন আর রশিদের সভাপতিত্বে কর্মশালায় ৯টি ওয়ার্ডের জলাবদ্ধতার কারন চিহ্নিত করন ও জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। গৌরনদী পৌর সভার নির্বাহী প্রকৌশলী আব্দুস সালেক। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক মুক্তিযোদ্ধা মোঃ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহীর সাজ্জাত হান্নান, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী পৌর সাবেক প্যানেল মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম ফকির, গৌরনদী উপজেলা বিএনপির সিয়ির যুগ্ম আহবায়ক মোঃ বদিউজ্জামান মিন্টু, গৌর বিএনপির আহবায়ক শরীফ সফিকুর রকমান স্বপন, সদস্য সচিব মোঃ ফরিদ মিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ কামরুজ্জামান খোকন, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম শামীম, বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ, যুবদল নেতা মোঃ জসিম শরীফ।