গৌরনদী
গৌরনদীতে ভোক্তা অধিকারের অভিযানে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৬১ হাজার টাকা জড়িমানা
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী উপজেলা সদরে সোমবার সকালে বরিশাল ভোক্তা অধিকার অধিদপ্তরের একটি টিম অভিযান পরিচালনা করেন। এ সময় গৌরনদী বাসষ্টান্ডের সেন্টু খানের হোটেল রেষ্টুরেন্ট ও একটি মিষ্টির দোকানে নোংরা পরিবেশ ও খোলা খাবার খাখার অভিযোগে ৮হাজার টাকা করে ১৬ হাজার টাকা ও মোক্তার ফুড কোম্পানীকে ৪৫ হাজার টাকা জড়িমানা করেন। অভিযানের নেতৃত্বে দেন বরিশাল ভোক্তা অধিকারের উপ-পরিচালক অপূর্ব কুমার অধীকারী। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল ভোক্তা অধিকারের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস, গৌরনদী উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপত খাদ্য পরিদর্শক শংকর কুমার দাস ও গৌরনদী বাসষ্টান্ড ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।