গৌরনদী
গৌরনদীর পিঙ্গলাকাঠী মাধ্যমিক বিদ্যালয়ে পুনর্মিলনী অনুষ্ঠান
গৌরনদী প্রতিনিধি
বিএনপির চেয়ারপারর্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন বলেছেন, কি ভাবে একটি দেশ ও জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যায় তার সর্বশেষ গত ৫ আগষ্ট প্রমান আমরা পেয়েছি শিখন্ডি সরকার প্রধানের বিদায় পর্বের। সে দৃশ্য আমরা সোশাল মিডিয়াতে দেখেছি। ওই দৃশ্য দেখে আমরা বুঝতে পেরেছি, সর্বশেষ পরিস্থিতি কি দাড়ায়। বরিশালের গৌরনদী উপজেলার এতিহ্যবাহী পিঙ্গলাকাঠী মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য কালে তিনি এ কথা বলেন।
স্কুল মাঠে শনিবার দিনব্যাপী পুনর্মিলনী’র আয়োজক কমিটির আহবায়ক সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবি মো. জিয়াউল হকের সভাপতিত্বে ও বরিশাল শিক্ষা বোর্ডের মাধ্যমিক পরিদর্শক অধ্যাপক রফিকুল ইসলাম খানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. ইমদাদুল হক, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মহাদেব বসু, ২১ পদক প্রাপ্ত (সাহিত্য) অধ্যক্ষ তপংকর চক্রবর্তী, বিশিষ্ট অভিনেতা মোশারফ করিম, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আ,ম বজলুর রশিদ। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক গোলাম আজম, প্রাক্তন ছাত্র ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুজ্জামান খোকন, বরিশাল জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সায়েদুল আলম সেন্টু খান, ছাত্র নেতা কেএম আনোয়ার হোসেন বাদল, ফুয়াদ হোসেন এ্যানি, ফারুক হোসেন সহ অন্যান্যরা। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।