বরিশাল
গৌরনদীর তাঁরাকুপি-কটকস্থল নুরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী তাঁরাকুপি-কটকস্থল হাফেজী নুরানী মাদ্রাসায় ২দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান সমাপ্ত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মাদ্রাসা ময়দানে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. জুয়েল মিয়ার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সিনিয়র সাংবাদিক মো. গিয়াস উদ্দিন মিয়া। বিশেষ অতিথি ছিলেন তাঁরাকুপি-কটকস্থল কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ¦ করম আলী মাঝি, কাতার প্রবাসী রিয়াদ হোসেন হাওলাদার, সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিএম ইউনুস আলী, জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের উপজেলা সাধারন সম্পাদক ফিরোজ হোসেন, প্রচার সম্পাদক রিয়াদ হোসেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক শরিফুর রহমান, সহ-সভাপতি মাইনুল হোসেন, কোষাধ্যক্ষ জহিরুল হক সংগ্রাম, তরুন সমাজ সেবক আব্দুর রহমান মুন্না, সাংবাদিক রনি মোল্লা, শাকিল ফকির সহ অন্যান্যরা। বক্তর্য রাখেন মাদ্রাসার মুহতামিম মুফতি হাফেজ মো. জহিরিুল হক, শিক্ষক হাফেজ কামাল হোসেন, মাওলানা ঈশা ফরাজী, মাওলানা সাইয়েদুর রহমান, মাওলানা অলিউল্লাহ, মাওলানা আজিজ, হাফেজ কামরুল ইসলাম, মাওলানা আলম প্রমুখ। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।