বরিশাল
গৌরনদীতে বিপুল পরিমান জাটকা জব্দ
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদীতে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর অভিযান চালিয়ে ৫টি যাত্রীবাহি বাস থেকে প্রায় ১০ মন জাটকা জব্দ করেছে। পরবর্তীতে জব্দকৃত জাটকা বিভিন্ন এতিম খানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দেবনাথ জানান, গোপন সংবাদের বুধবার রাতে বরিশাল-ঢাকা মহাসড়কের মাহিলাড়া বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী ৫টি যাত্রীবাহি বাসে তল্লাশী চালিয়ে প্রায় ১০ মন জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকা বিভিন্ন এতিম খানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। এ সময় মডেল থানার উপ-পরিদর্শক জুয়েল হাওলাদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।