গৌরনদী
উজিরপুরে উপজেলা পরিষদের উদ্যোগে দুস্তঃ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ উজিরপুরে ব্যাপক আয়োজনে এই প্রথম উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে মাধ্যমিক পর্যায়ে স্কুল ও মাদ্রাসার দুস্তঃ মেধাবী ১৪৬ জন ছাত্র/ছাত্রীকে ২ হাজার টাকা করে ৩ লক্ষ টাকা বৃত্তি প্রদান করা হয়। সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য এ্যাড: তালুকদার মোঃ ইউনুস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক আ: মজিদ সিকদার বাচ্চু, আ: রাজ্জাক মাস্টারের সঞ্চালনায় বক্তৃতা করেন ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সিমা রানী শীল, অধ্যক্ষ গোলাম মোর্শেদ তালুকদার, নুরুল হক আজহারী, মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, উজিরপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক আঃ রহিম সরদার, প্রধান শিক্ষক শাহাদাত হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি অসীম ঘরামী, উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহম্মদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার শহিদুল ইসলাম সহ উপজেলার প্রতিটি কলেজ অধ্যক্ষ, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, অভিভাবক এবং বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন শিক্ষায় স্বংয়সম্পূর্ন হয়ে এই দেশ সোনার বাংলায় রুপান্তরিত হবে। আজ তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০০১ সালের মধ্যে একটি উন্নত মধ্যম আয়ের দেশে পরিনত হবে। একটি মহল ইসলামের নামে অপপ্রচার চালাচ্ছে অথচ আওয়ামীলীগ ক্ষমতায় এলে ইসলাম আরো শক্তিশালী হয়। বঙ্গবন্ধু বিশ্ব ইজতেমার জমি দান ও ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। খালেদা জিয়া তার স্বামীর স্ট্রাস্ট এর টাকা আত্মসাৎ করেছে। তারা এদেশের উন্নয়ন করবে কিভাবে ? জনগণ তাদের বিরুদ্ধে সোচ্চার।