বরিশাল
গৌরনদী পৌরসভার উদ্যোগে সেবা মেলা ২০২৫ ইং উদ্বোধন
নিজস্ব প্রতিবেদকঃ গৌরনদী পৌরসভার উদ্যোগে পৌর কর ও পানির বিলের বকেয়া আদায়ের লক্ষে চার দিন ব্যাপী সেবা মেলার আয়োজন করা হয়েছে। এ মেলায় পৌর কর ও পানির বিল পরিশোধের উপর ১৫% ছাড় এবং বিনামূল্যে সাস্থ সেবা দেওয়া হবে। সোমবার দুপুর ১১ টায় পৌরসভা কম্পাউন্ডে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গৌরনদী পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হারুনুর রশীদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন ঘোষণা করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গৌরনদী পৌর প্রশাসক মোঃ আবু আব্দুল্লাহ খান। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, পৌর বিএনপির আহবায়ক মোঃ শফিকুর রহমান স্বপন শরীফ, সদস্য সচিব মোঃ ফরিদ হোসেন মিয়া, পৌর জামাত ইসলামের আমীর মাওলানা মোঃ হাফিজুর রহমান, গৌরনদী ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এর সভাপতি মোঃ মাহমুদুল হাসান মুহিত, সদস্য সচিব এস, এম, মোশারফ হোসেন, উপজেলা প্রেসক।লাবের সাবেক সভাপতি খোকন আহম্মেদ হীরা, গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলাম, সাবেক সভাপতি মোঃ পলাশ তালুকদার। উপস্থিত ছিলেন গৌরনদী চক্ষু হাসপাতালের চেয়ারম্যান তানভীর সোহেল