গৌরনদী
জমাজমি সংক্রান্ত বিরোধ ॥ আগৈলঝাড়ায় মহিলাকে পিটিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ জমাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিন বাগধা গ্রামে গতকাল রবিবার বিকেলে সুফিয়া বিবি(৪৫) নামে এক মহিলাকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ লোকজন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানান, আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিন বাগধা গ্রামের মো. সেকেন্দার মিয়ার সঙ্গে একই গ্রামের আবুল হোসেন মিয়ার জমাজমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। স্থানীয়রা জানান, গতকাল রবিবার উভয় পক্ষের সিদ্বান্ত অনুযায়ী জমি পরিমাপ করার জন্য উভয়ের আমিন নিয়ে মাপ শুরু করেন এবং দিনভর মাপ চলে। মাপের এক পর্যায়ে বিকেল সাড়ে ৪টায় মো. সেকেন্দার মিয়ার সঙ্গে প্রতিপক্ষ আবুল হোসেন মিয়ার কথা কাটাকাটি ও বাক বিতা-া হয়। এর জের ধরে আবুল হোসেন মিয়ার স্ত্রী সোনাবান বেগম(৩৮) ও সেকেন্দার মিয়ার স্ত্রী সুফিয়া বিবি (৪৫) বিরোধে জড়িয়ে পড়ে। এসময় সোনাবান বিবি লাঠি দিয়ে সুফিয়া বেগমের মাথার উপর আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পরে এবং ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এস,আই) আব্দুল হক ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে সুরাতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করেছে। আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম নিহত হওয়ার সত্যতা স্বীকার করে বলেন, মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা আত্মগোপন করেছে। অভিযোগ সম্পর্কে জানার জন্য যোগাযোগের চেষ্টা করে তাদের পাওয়া যায়নি।