বরিশাল
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে আগৈলঝাড়া বিএনপির আনন্দ র্যালী
নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় বিএনপির আনন্দ র্যালী, কেক কাটা ও দোয়া-মোনাজাত ও অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে রোববার রাত ১২ টা ১ মিনিটে কেক কেটে দোয়া-মোনাজাত করা হয়েছে। দোয়া-মোনাজাতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল ইসলাম, উপজেলা যুবদল আহবায়ক শোভন রহমান মনির, যুবদলের সাবেক সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম টিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক কামরুল হাওলাদার, যুবদল নেতা আলাল মিয়াসহ প্রমুখ। রোববার সকালে উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল ইসলামের নেতৃত্বে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে ৮৯তম জন্মদিন উপলক্ষে বিএনপি’র উদ্যোগে আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক হেমায়েত তালুকদারের নেতৃত্বে দলীয় কার্যালয়ে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।