বরিশাল
গৌরনদীতে সড়ক দূঘটনায় মটরসাইকেল চালক নিহত
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদীতে সড়ক দূর্ঘটনায় মটর সাইকেল চালক রিমু খান (২২) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার নীলখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিমু খান উপজেলার বাঙ্গীলা গ্রামের হেদায়েত খানের (হিদু) ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বলেন, শিমুল-সিফাত-শাহিক পরিবহন নামের একটি মালবাহী ট্রাক নীলখোলা এলাকায় মহাসড়কের পাশে মাল আনলোড করছিল। এমতাবস্থায় গৌরনদী থেকে ভূরঘাটাগামী বেপরোয়া গতির নম্বর বিহীন একটি মোটর সাইকেল এসে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মটর সাইকেল চালক রিমু খান নিহত হন। ট্রাকটিতে আটক করা হয়েছে।