বরিশাল
গৌরনদী ইসলামিক উন্নয়ন পরিষদের বার্ষিক মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ গৌরনদী ইসলামি উন্নয়ন পরিষদের বার্ষিক মাহফিল অনুষ্ঠানের প্রস্তুতি সভা শনিবার সকালে আল-হেলাল দাখিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি মোঃ বায়জীদ শরীফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা ও সরকারি গৌরনদী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ মোসলেম উদ্দিন সিকদার। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইউনুস মিয়া, আনোয়ারা প্রি-ক্যাডেট স্কুলের ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন মিয়া, উপদেষ্টা গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সদস্য সচিব জহীর সাজ্জাত হান্নান, সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ অলিউল্লাহ, উপদেষ্টা সৈয়দ মোঃ আতাউর রহমান, সমাজ সেবক মোঃ আওলাদ হোসেন শরীফ, উপদেষ্টা মাওলানা মোঃ জাকির হোসেন, মাওলানা মোঃ আলাউদ্দিন, মাওলানা মোঃ আল আমিন,মোঃ মাহমুদুল হাসান মুহিত, মোঃ আব্দুল ওহাব, মোঃ আলাউদ্দিন ভূঁইয়া। বক্তব্য রাখেন টরকী বনিক সমিতির সভাপতি মোঃ মোঃ শাহাবুব শরীফ প্রমূখ।