গৌরনদী
শেখ হাসিনার বানী সম্বলিত ব্যানার টানিয়ে ক্ষোভের মুখে প্রধান শিক্ষক
নিজস্ব প্রতিবেদকঃ নতুন বছরে শিক্ষার্থী ভর্তির আহবান জানিয়ে টাঙানো ব্যানারে আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বানি প্রচার করে ক্ষোভের মুখে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক তানিয়া আক্তার। শেখ হাসিনার বানি প্রচারের অভিযোগে প্রধান শিক্ষক তানিয়া আক্তারের অপসারন দাবি করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মী, শিক্ষক-অভিভাবকসহ এলাকাবাসি।
স্থানীয় লোকজন, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসি জানান, গৌরনদী উপজেলার কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকে প্রাথমিক থেকে ৫ম শ্রেনীতে ভর্তির আহবান জানিয়ে একটি ব্যানার টাঙানো হয়। এ ব্যানারে উপরে লেখা হয়, “শিক্ষা নিয়ে গর্ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ”। বৃহস্পতিবার ব্যানারটি টাঙানো হলেও শুক্রবার সকালে স্থানীয় বিএনপি নেতাকর্মি ও এলাকাবাসি দেখতে পান। সকাল ১০টা দিকে বিক্ষুব্ধ লোকজন বিদ্যালয় চত্বরে জড়ো হন এবং প্রধান শিক্ষকের নাম নিয়ে গালিগালাজ করে অপসারন দাবি করেন
স্থানীয় বিএনপির সদস্য হাবুল হাওলাদার অভিযোগ করে বলেন, শিক্ষকরা হল জাতির বিবেক তাদের কাছ থেকে এমন দায়িত্বহীনতা কিছুতেই আশা করা যায় না। ফ্যাসিষ্ট হাসিনার নির্দেশে দেশের হাজারো শিক্ষার্থীর তাজা প্রাণ ঝরে গেল, কয়েক হাজার শিক্ষার্থী ও জনতা এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। যার হাত থেকে এখনো রক্তের দাগ শুকায়নি। ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া হাসিনার নামের বানী প্রচার করে ২৪র শহীদদের রক্তের সাথে বেইমানি করেছে প্রধান শিক্ষক তানিয়া। প্রধান শিক্ষকের অপসারনসহ দৃষ্ঠান্তমূলক শাস্তি চাই। একাধিক অভিভাবক বলেন, হাসিনার বানী প্রচার করে প্রধান শিক্ষক দেশের বিরুদ্ধে ষরযন্ত্র করেছে। তার অপসারন চাই। অভিযোগের ব্যাপারে প্রধান শিক্ষিক তানিয়া আক্তারের কাছে জানতে চাইলে তিনি বলেন, পুরোনো ব্যানার টানানোর কারণে ভুলবশত এ ঘটনাটি ঘটেছে। গৌরনদী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাসলিমা বেগম বলেন, বিষয়টি নিয়ে আমার কাছে এলাকাবাসি অভিযোগ করেছে। সত্যতা পাওয়া গেলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।