গৌরনদী
গৌরনদী ক্যাডেট একাডেমি নবীন বরণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ গৌরনদীর ক্যাডেট একাডেমির উদ্যোগে ক্যাডেট কলেজে ভর্তি পরিক্ষার্থী বিদায়, নবীন ছাত্র-ছাত্রীদের বরন ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার সকাল ১০ ঘটিকার সময় গৌরনদী ক্যাডেট একাডেমির হল রুমে সরকারি গৌরনদী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ মোসলেম উদ্দিন শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু আব্দুল্লাহ খান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি, বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি মোল্লা মোঃ মাহফুজ, যুগ্ম আহবায়ক মাসুদ হাসান মিঠু, আল হেলাল দাখিল মাদ্রসার সুপার মাওলানা মোঃ শাহাদাত হোসেন। একাডেমীর পরিচালন এস এ ইউ রোমান এর সঞ্চালনায় বÍব্য রাখেন পরিচালক মোঃ সাইফুল ইসলাম।