বরিশাল
গৌরনদীতে বাদল তালুকদার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪র উদ্ধোধন
নিজস্ব প্রতিবেদকঃ বিশিষ্ট সমাজ বাদল তালুকদার স্মৃতি সংসদের উদ্যোগে গৌরনদী সদরে বাদল তালুকদার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ উদ্ধোধনী অনুষ্ঠান বানিয়াশুরী মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের শুভ উদ্ধোধন করেন জেলা বিএনপির সদস্য, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। সংগঠনের উপদেষ্টা ও জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মাসুদ হাসান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ ছিলেন গৌরনদী পৌর জামাতের আমীর মোঃ হাফিজুর রহমান, গৌরনদী উপজেলা জামাতের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ রুহুল আমিন সবুজ, ওয়ার্ড শাখার সভাপতি মাওলানা মোঃ তাওহীদ, ওলামা বিভাগের সভাপতি মাওলানা ওয়াহিদুজ্জামান ও যুবদল নেতা মোঃ উজ্জল সরদার। বক্তব্য রাখেন বাদল তালুকদার স্মৃতি সংসদের সভাপতি ও জামাতের ক্রীড়া সম্পাদক মোঃ দ্বীন ইসলাম তালুকদার ও সাধারন সম্পাদক মোঃ আরমান তালুকদার। আলোচনা শেষে ব্যাট করে খেলার উদ্ধোধন করেন প্রধান অতিথি গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।