গৌরনদী
আগৈলঝাড়ায় পুলিশ সদস্যর মা’কে কুপিয়ে হত্যা, হত্যাকারী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ পরকীয়া প্রেমের সম্পর্ক ছিন্ন করার অভিযোগে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের উত্তর বাকাল গ্রামে বুধবার রাতে পুলিশ সদস্যের মা ও দুই সন্তানের জননীকে কুপিয়ে হত্যা করেছে তার পরকীয়া প্রেমিক রেমন ঢালী(৪৫)। স্থানীয়রা হত্যাকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় নিহতের পুত্র বাদি হয়ে আগৈলঝাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
পুলিশ, স্থানীয় লোকজন ও নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের উত্তর বাকাল গ্রামের মৃত সত্য রঞ্জন বাড়ৈর বিধবা স্ত্রী ও পুলিশ সদস্য শংকর বাড়ৈর মা দুই সন্তানের জননী ঊষা রানী বাড়ৈ (৪০) একই গ্রামের খ্রীষ্টান সম্প্রদায়ের ফিলিপ ঢালীর পুত্র দুই সন্তানের জনক রেমন ঢালী (৪৫)র সাথে দীর্ঘদিন যাবত পরকীয়া প্রেম করে আসছিল।
নিহতের পারিবারিক একটি সূত্র জানান, অতি সম্প্রতি উষা রানীর পুত্র পুলিশ সদস্য শংকর বাড়ৈ(২০) তার মাকে আত্মসম্মানের কথা বুঝিয়ে এহেন কাজ থেকে বিরত থাকার অনুরোধ করলে মা ওই পরকীয়ার পথ থেকে সরে আসেন। এতে ক্ষিপ্ত হন পরকীয়া প্রেমিক রেমন ঢালী (৪৫)। এক পর্যায়ে রেমন ঢালী সম্পর্ক ছিন্ন না করার জন্য প্রেমিকা উষা রানী বাড়ৈ(৪০)কে অনুরোধ করেন। অন্যথায় ফলাফল ভাল হবে না বলে হুমকি দেন।
পুলিশ জানান, গত বুধবার রাত সাতটার দিকে প্রেমিক রেমন ঢালী (৪৫) উষা রানী বাড়ৈর বাড়িতে উপস্থিত হয়ে তার সিদ্বান্ত সম্পর্কে জানতে চান। উষা রানী তার সিদ্বান্তের কথা জানালে সে ক্ষিপ্ত হয়ে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতারিভাবে কুপিয়ে রক্তাক্তভাবে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা ঊষা রানীর ডাকচিৎকারে এগিয়ে এসে তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জ্যোতি রানী তাকে মৃত ঘোষনা করেন।
এদিকে ছুরিকাঘাতে আহত ঊষার মৃত্যুর সংবাদ পেয়ে হামলাকারী রেমন ঢালী আগৈলঝাড়া উপজেলার রাজিহার বাজারের পূর্ব পাশে বাকাল গ্রামে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা চালায়। স্থানীয় লোকজন অসুস্থ অবস্থায় রেমনকে আটক করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে অগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হাসান তাকে আটক করে চিকিৎসার সেবা প্রদানের উদ্যোগ গ্রহন করেন।
এ ঘটনায় নিহত ঊষা রানীর পুত্র পুলিশ সদস্য শংকর বাড়ৈ বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার সকালে আগৈলঝাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) এনামুল হাসান বলেন, হত্যাকারী রেমন ঢালী পুলিশ হেফাজতে আগৈলঝাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঊষার লাশ ময়না তদন্তের জন্য গতকাল বৃহস্পতিবার সকালে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়েছে। হামলাকারী রেমনের স্বীকরারোক্তি অনুযায়ী তার মাছের ঘের থেকে হত্যার কাজে ব্যবহৃত ধারালো রক্ত মাখা চাকু উদ্ধার করা হয়েছে।