বরিশাল
বাটাজোর বন্দর ব্যবসায়ী কমিটির নির্বাচন
নিজস্ব প্রতিবেদকঃ দীর্ঘ দেড় যুগ পর উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর বন্দর ব্যবসায়ী কমিটি গঠন করেছেন ব্যবসায়ীরা। রোববার দিনব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শান্তিপূর্ন পরিবেশে বাটাজোর অশ্বিনী কুমার ইনষ্টিটিউশনে সকাল নয়টা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত ৪৭৬ জন ভোটারের মধ্যে ৪৭২ জন ব্যবসায়ী তাদের ভোট প্রদান করেন।
নির্বাচন কমিশনার সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মোঃ অলিউল্লাহ জানান, আনারস মার্কার প্রার্থী ও সাবেক ইউপি চেয়ারম্যান আকতার হোসেন বাবুল ২৬৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী দাদন মিয়া খাতা মার্কায় নিয়ে ১৫৩ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে বই মার্কার প্রার্থী এমদাদ হোসেন পান্না ১৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী জসিম সিকদার কাপ-পিরিচ মার্কা নিয়ে পেয়েছেন ১১৭ ভোট।