গৌরনদী
টরকী বন্দর বনিক সমিতির কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী ব্যবসায়ী বন্দর গৌরনদীর টরকী বন্দরের বনিক সমিতির সাধারন সভা ও নির্বাচন গতকাল অনুষ্ঠিত হয়। সভায় আগামি তিন বছরের জন্য রাজু আহম্মেদ হারুনকে সভাপতি ও বুলবুল দেওয়ানকে সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
টরকী বন্দরের কাপুড়পট্টি টলঘরে বনিক সমিতির বিদায়ী সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন। প্রধান বক্তা ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান। উদ্ধোধন করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহান মেরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আলাউদ্দিন মিলন, ওসি তদন্ত মোঃ আফজাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন প্যানেল মেয়র ও উপজেলা পরিষদের নারী সদস্য সেলিনা আক্তার, বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা রাজু আহম্মেদ হারুন, উপজেলা যুবলীগের সভাপতি আনিছুর রহমান, ইটালী আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম দিলীপ, ব্যবসায়ী অমর কৃষ্ণ রায়, বুলবুল দেওয়ান, এনায়েত হোসেন খান প্রমুখ । ১৮ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অন্যান্যরা হলেন, সহসভাপতি ভজন কুন্ড, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, সিকদার রেজাউল করিম, অমর কৃষ্ণ রায়, সান্টু মুন্সী, এনায়েত হোসেন খান, অধির চন্দ্র কর্মকার। সহ সম্পাদক মোঃ মামুন মাঝি, কোষাধ্যক্ষ মোঃ ফিরোজ মিয়া, সদস্য যথাক্রমে মোঃ রিপন সরদার, মুক্তিযোদ্ধা আব্দুল হালিম সরদার, কাউন্সিলর ও উপজেলা পরিষদের নারী সদস্য সেলিনা আক্তার, কাজী তৌফিক ইসলাম স্বজল, কেএম আহসান খায়রুল, মোঃ খোকন সিকদার, সুদেব মন্ডল। নব নির্বাচিত কমিটি ওই রাতেই জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও বরিশাল জেলা আওয়ালীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ (এমপি)’র সেরালস্থ গ্রামের বাড়িতে গিয়ে ফুলের শুভেচ্ছা জানান।