গৌরনদী
গৌরনদীতে যথাযোগ্য মর্যদায় মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন
নিজস্ব প্রতিবেদকঃ যথাযোগ্য মর্যদায় মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে নানান কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয় । সকাল সাড়ে ৮ টায় উপজেলা পরিষদ চত্বরে স্মৃতি—ম্ভে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল, শিক্ষক, সাংবাদিকসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ স্মৃতি স্তম্ভের প্রতিকৃতিতে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সকাল সাড়ে ৯টায় সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠিানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও বিজয় মেলার শুভ উদ্বোধন করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খান। সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তন মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা উপজেলা নির্বাহী অফিসার আবু আব্দুল্লাহ খানের সভাপতিতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রাজিব হোসেন, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মহম্মদ ইউনুস মিয়া, মুক্তিযোদ্ধা বীর বিক্রম আব্দুল হক, গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, বিআরডিবির সাবেক চেয়রম্যান ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম ফকির। সন্ধ্যায় সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মঞ্চে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।