বরিশাল
গৌরনদীতে মহাসড়কে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বেপরোয়া বাসের ধাক্কায় মফিজুল ইসলাম (৭৫) নামের বৃদ্ধ পথচারী নিহত হয়েছে। নিহত বৃদ্ধ মফিজুল ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া ব্যাপারীপাড়া এলাকার মৃত সদন আলীর ছেলে।
শুক্রবার সন্ধ্যায় তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মোঃ আমিনুর রহমান জানিয়েছেন, মহাসড়কের কটকস্থল নামক এলাকার আরিফ ফিলিং স্টেশনের সামনে শুক্রবার বিকেলে বরিশালগামী যাত্রীবাহী লাবিবা পরিবহনের ধাক্কায় পথচারী মফিজুল ইসলাম (৭৫) গুরুত্বর আহত হয়। খবরপেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। তিনি আরও জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে।