গৌরনদী
গৌরনদীতে ভূমি কার্যালয়ে হামলা-আহত-২, গ্রেপ্তার-১
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী উপজেলা সরিকল ইউনিয়ন ভূমি কার্যালয়ে সন্ত্রাসীরা হামলা চালিয়ে পিটিয়ে সরিকল ভূমি কার্যালয়ের সহকারী কর্মকর্তা মোঃ মজিবর রহমান ও সরিকল ভূমি কার্যালয়ের উপসহকারী কর্মকর্তা মোঃ আব্বাস উদ্দিনকে (৩২) পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এজাহার নামীয় আসামি মোঃ কাওছার আহম্মেদ ওরফে মিঠু হাওলাদারকে (৪০) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করেছে।
এজাহার সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার দক্ষিন পশ্চিম বাটাজোর গ্রামের মোঃ ইসমাইল সরদারের পুত্র ও সরিকল ভূমি কার্যালয়ের সহকারী কর্মকর্তা মোঃ মজিবর রহমান (৫৪) বৃহস্পতিবার দুপুর তিনটায় নিজ কার্যালয়ে কাজ করছিলেন। এ সময় একই উপজেলার সরিকল ইউনিয়নের কুড়িরচর গ্রামের আঃ গনি হাওলাদারের পুত্র মোঃ কাওছার আহম্মেদ মিঠু (৪০) স্থানীয় সুরেন সিকদারের হাটের পেরিফ্যারি নকশাসহ ওই মৌজার একটি পর্চা চান। ভূমি কর্মকর্তা মোঃ মজিবর রহমান কাওছার আহম্মেদ মিঠুর কাছে পর্চার সুনিদৃষ্ট দাগ ও খতিয়ান নম্বর জানতে চান। এ নিয়ে ভুমি কর্মকর্তা মজিবর ও মিঠুর মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে এবং এক পর্যায়ে হামলা চালান।
সরিকল ভূমি কার্যালয়ের সহকারী কর্মকর্তা মোঃ মজিবর রহমান (৫৪) অভিযোগ করে বলেন, মিঠুর কাছে দাবিকৃত পর্চার দাগ-খতিয়ান নম্বর জানতে চাইলে সে আমার উপর ক্ষিপ্ত হন এবং কথা কাটাকাটির এক পর্যায়ে আমার উপর হামলা চালিয়ে কিল ঘুষি-লাথি দিয়ে মাটিয়ে ফেলে পিটিয়ে আহত করেছে। এ সময় সরিকল ভূমি কার্যালয়ের উপসহকারী কর্মকর্তা মোঃ আব্বাস উদ্দিন (৩২) আমাকে রক্ষায় এগিয়ে আসলে তাকেও পিটিয়ে আহত করেছে। হামলাকারী মিঠু অফিসের সরকারি গুরুত্বপূর্ন ফাইনপত্র ছিড়ে এবং তছনছ করেছে। এই নিয়ে বাড়াবাড়ি করলে আমাকে হত্যার হুমকি দিয়ে চলে যান। বিষয়টি আমি গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেনকে জানালে তিনি থানা পুলিশকে খবর দেন। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইউনুস মিয়া বলেন, এ ঘটনায় সরিকল ভূমি কার্যালয়ের সহকারী কর্মকর্তা মোঃ মজিবর রহমান (৫৪) বাদি হয়ে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ মামলার এজাহার নামীয় প্রধান আসামি মোঃ কাওছার আহম্মেদ মিঠু (৪০)কে গ্রেপ্তার করে শুক্রবার আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করেছে।