গৌরনদী
আগৈলঝাড়ায় শান্তি ও সম্প্রীতি নিয়ে মতবিনিময় সভায়
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের আগৈলঝাড়ায় সাম্প্রদায়িক শান্তি ও সম্প্রীতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পুলিশ প্রশাসনের উদ্যোগে বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের সভাপতিত্বে সা¤প্রদায়িক শান্তি ও স¤প্রীতির মতবিনিময় সভায় আগৈলঝাড়া উপজেলার সনাতন ধর্মাবলম্বী, মুসলিম, খ্রীষ্টান, সুশীল সমাজের লোকজন, রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ, ইমাম, পুরহিত, সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে সাম্প্রদায়িক শান্তি ও সম্প্রীতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রীতির সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার শারমিন সুলতানা রাখি, আগৈলঝাড়া সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন মো. ইয়াসির আরাফাত, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. অলিউল ইসলাম, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুস আলী মিয়া, উপজেলা বিএনপি আহবায়ক কবির হোসেন তালুকদার, সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না, সাবেক উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল হোসেন লাল্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান, উপজেলা বিএনপি যুগ্ন-আহবায়ক শাহ মো. বখতিয়ার, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আলাউদ্দিন মিয়া, ইসলামী আলোদালন বাংলাদেশের সভাপতি রাসেল সরদার মেহেদী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি যতীন্দ্র নাথ মিস্ত্রী, সাধারন সম্পাদক দিনেশ চন্দ্র হালদার, ইসকনের পক্ষে শচিন্দ্র নাথ সরকার, সনাতন সম্প্রদায়ের পক্ষে ডা. অমুল্য রতন, খ্রীষ্টান সম্প্রদায়ের পক্ষে রেভারেন্ট বিপুল অধিকারী, ইমামদের পক্ষে মাওলানা ফজলুল হকসহ প্রমুখ। প্রধান অতিথি বলেন, সকলে মিলে মিশে আগৈলঝাড়ার শান্তি-শৃংখলা বজায় রাখতে হবে। কেউ অশান্তি সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাষ্ট্রের মেরামত কাজের জন্য সকল ধর্মের লোকজনের সহযোগীতার প্রয়োজন রয়েছে। রাষ্ট্র মেরামত কাজ শেষ হলে এই সুফল বাংলাদেশের সকল সম্প্রদায়ের লোকজন ভোগ করবেন।