বরিশাল
গৌরনদীর সমাজ সেবক সোয়েব মাঝির মৃত্যু
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী উপজেলার বার্থী গ্রামের বাসিন্দা ও গৌরনদী উপজেলা পরিষদের চতুর্থ শ্রেণি কর্মচারী এবং বার্থী বাজার জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ সোয়েব মাঝি (৫৮) শ্বাসকষ্ট ও কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। বুধবার সকালে বার্থী ডিগ্রী কলেজ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার নামাজে জানাজায় গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ আবু আব্দুল্লাহ খান, উপজেলা সহকারী কমিশনার ভ‚মি মোঃ রাজীব হোসেন, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, নাজির মোঃ সাইদুর রহমান, অফিস সহকারী জিএম আব্দুর রব সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।