বরিশাল
আগৈলঝাড়ায় কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কৃষক সমাবেশের আয়োজন করা হয়। গৈলা ইউনিয়ন কৃষকদলের সভাপতি রুবেল সরদারের সভাপতিত্বে কৃষক সমবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল জেলা উত্তর কৃষকদলের সদস্য সচিব মো. সেলিম হোসেন।সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক আরিফ হোসেন ফিরোজ মোল্লা, সামচুল হক খোকন, এনায়েত উদ্দিন খান মনু, যুবদল নেতা সালমান হাসান রিপন, রাশেদুল ইসলাম টিটন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক হেমায়েত তালুকদার, রিপন শাহ, সেলিম ফকির, গৈলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বদিউজ্জামান সরলসহ প্রমুখ।