গৌরনদী
উজিরপুর শিক্ষার্থী কল্যান পরিষদের উদ্যোগে পুরস্কার ও বৃত্তি প্রদান অনুষ্ঠিান
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত উজিরপুর উপজেলা শিক্ষার্থী কল্যান পরিষদের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান প্রতিযোগীতায় ৬০ জন বিজয়ী, ৬ জন শ্রেষ্ঠ মেধাবী শিক্ষার্থী এবং ৫ জন গরীব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বরিশাল – ২ আসনের সংসদ সদস্য এ্যাড: তালুকদার মোঃ ইউনুস।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উজিরপুর মেজর এম.এ জলিল সভাকক্ষে বৃত্তি ও পুরস্কার বিতরনী সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি আবিদ-আল-হাসান প্রতিষ্ঠিত উজিরপুর উপজেলা শিক্ষার্থী কল্যান পরিষদের সভাপতি তাওহিদুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত কর কমিশনার রফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহাদাৎ হোসেন, উজিরপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা, বি.আই.ডবি¬উটি এর যুগ্ম পরিচালক আলমগীর কবির, সরকারী মাদ্রাসা ই-আলীয়ার সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি আবিদ-আল-হাসান।
উজিরপুর উপজেলা শিক্ষার্থী কল্যান পরিষদের সাধারণ সম্পাদক অনাদী মোহন এর সঞ্চালনায় আরো বক্তৃতা করেন উপজেলা আ’লীগের সভাপতি এস.এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা ছাত্রলীগের সভাপতি অসীম ঘরামী। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল সহ উপজেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। এ সময় প্রধান অতিথি বলেন আ’লীগ সরকার শিক্ষা বান্ধব সরকার শিক্ষাক্ষেত্রে বৈপ¬বিক পরিবর্তন সাধিত হয়েছে। এই সরকার বছরের শুরুতেই সকল শিক্ষার্থীদের হাতে বিনামূূল্যে বই তুলে দিচ্ছে, গরীব মেধাবীদের বৃত্তির ব্যবস্থা করছে, প্রতিটি উপজেলায় একটি করে কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় সরকারী করন করা হচ্ছে। রেজিষ্ট্রার প্রাথমিক বিদ্যালয়গুলোকে সরকারী করন করা হয়েছে। আজ শিক্ষকরা পে-স্কেলের অন্তভূক্ত হয়ে সুখে শান্তিতে জীবন যাপন করছে। তাই মেধাবী শিক্ষার্থীদের এই বিষয়গুলোকে উপলব্ধি করা একান্ত প্রয়োজন। সভাশেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার স্বরুপ মূল্যবান বই ও বৃত্তি তুলে দেওয়া হয়েছে। উপজেলার প্রতিটি কলেজের অধ্যক্ষদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।