গৌরনদী
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে গৌরনদীতে র্যালী ও আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে “নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে গৌরনদী মহিলা সংস্থার উদ্যোগে বুধবার সকালে র্যালী ও উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে গৌরনদী মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার আবু আবদুল্লাহ খান। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার আবু আবদুল্লাহ খানের সহধর্মীনি এ্যাডভোকেট ফাতেমা আক্তার, সহকারী কমিশনার (ভুমি) রাজিব হোসেনের সহর্ধীনি ইসাবেলা ইয়াসমিন, গৌরনদী মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা বেগম, গৌরনদী বিআডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, প্রেসক্লাব ও প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির ও তার সহধর্মীনি দিনকাল প্রতিনিধি আমিনা আক্তার সোমা। বক্তব্য রাখেন নারী প্রতিনিধি হোসনে আরা বেগম, ছাত্রী সুমাইয়া আক্তার, রুকাইয়া মুন, মাকসুদা আক্তার ও শুভা আক্তার।