বরিশাল
জীবন দেব তবুও দেশের একমুঠো মাটি কাউকেদেব না -জামায়াত আমীর
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের আকাশে কালো সূর্য এবং কালো মেঘ ঘোরাফেরা করছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে। আল্লাহ তায়ালা এই দেশে আমাদের পয়দা করেছেন করেছেন। দেশের জন্য জীবন দেব তবুও দেশের একমুঠো মাটি কাউকে দেব না।
রোববার রাত সাড়ে আটটার দিকে বরিশালের গৌরনদী বাসষ্ট্যান্ডে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, যারা মানুষকে ভালোবাসে না, মানুষকে ধোঁকা দিয়ে সম্পদ লুন্ঠন করে তারা ডাকাত। এরা মানুষকে গুম করে, খুন করে। আমরা তাদেরকে চিনি। তাদের নাম বলে আমার মুখ নাপাক করতে চাই না।
জামায়াত আমীর বলেন, ২০২৪ সালে আমাদের সন্তানেরা দেশের জন্য জীবন দিয়েছেন। প্রায় ২৪ হাজার লোক বন্দি হয়েছে। হাত কাটা পা কাটা গেছে। মেরুদন্ডে গুলি বৃদ্ধ হয়ে হাসপাতালে অবশ হয়ে পড়ে আছে। তারা এমনি এমনি জীবন দেয়নি। তারা দুই ডানা মেলে বলেছিলো, বুক পেতেছি গুলি কর। এরা মানুষ নামে বাঁচতে চায়, এরা বাংলাদেশকে এগিয়ে নিতে চায়। বৈষম্যহীন বাংলাদশে দেখতে চায়, মানবিক বাংলাদেশ গড়তে চায়, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে চায়। এদের সাথে আমরা একমত, এরা আমাদের সম্পদ। আমরা এমন একটা বাংলাদেশ চাই, যেই দেশে পরুষ কিংবা নারী চলাচলের পথে সব জায়গায় নিরাপদে থাকবে।
গৌরনদী উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি ছিলেন, সরকারি গৌরনদী কলেজের সাবেক অধ্যক্ষ মো. মোসলেম উদ্দিন শিকদার, বরিশাল জেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আগৈলঝাড়ার উপজেলা জামায়াতে আমীর অধ্যাপক মো. আলাউদ্দিন মিয়া, গৌরনদী উপজেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর মাওলানা জাকির হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী বায়েজিদ হোসেন শরীফ, পৌর জামায়াতের আমীর হাফেজ মাওলানা মো. হাফিজুর রহমান, সেক্রেটারী অধ্যাপক আজিজুর রহমান প্রমূখ।