গৌরনদী
গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবি ও বিজয় দিবস উদ্যাপনের প্রস্তুতি সভা
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবস উদ্যাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রসাশনের আয়োজনে সোমবার সকালে উপজেলা হলরুমে নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন, মডেল থানার ওসি মোঃ ইউনুস মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, ইউপি চেয়ারম্যান নুরআলম সেরনিয়াবাত, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহ আলম ফকিরসহ অন্যান্যরা। শেষে দিবস দুইটি উদ্যাপনের জন্য বিভিন্ন কর্মসুচি পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।