গৌরনদী
গৌরনদী কেন্দ্রীয় ঈদগায় সর্ব বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদী পৌর সভার তত্ত্বাবধানে সকাল ৯টায় গৌরনদী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে প্রধান অতিথি হিসেবে নামাজ আদায় করেন গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান। ঈদগাহ ময়দানে আগত মুসল্লীদের ঈদ শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম, সরকারি গৌরনদী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোসলেম উদ্দিন সিকদার, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির।
অন্যান্যদের মধ্যে ঈদের জামাতে নামাজ আদায় করেন গৌরনদী থানার ওসি মোঃ আলাউদ্দিন মিলন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র আওয়ামীলীগে নেতা আকবর হোসেন ফারুক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ফরিদুর রহমান ফরিদ, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক কবির হোসেন খান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলাউদ্দিন ভূইয়া, অহিদুল হক খান, ইটালী আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল হাসান দিলিপ, উপজেলা যুবলীগের সভাপতি আনিচুর রহমান, সম্পাদক সৈয়দ মাহবুব, পৌর যুবলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর আতিকুর রহমান শামীম, সাধারন সম্পাদক আল আমিন হাওলাদার, পৌর যুবদলেরর সাধারন সম্পাদক মোঃ জামাল হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়েরুল ইসলাম সান্টু, সাধারন সম্পাদক লুৎফর রহমান দিপ, কলেজ ছাত্র সংসদের ভিপি সুমন মাহমুদ, কলেজ ছাত্রলীগের সভাপতি সুজন হাওলাদার, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মোঃ খায়রুল ইসলাম, সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম সবুজ, বন্ধুসভার সাবেক সভাপতি বেলাল হোসেন, সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এবারে ঈদের নামাজের ইমাম ছিলেন এবং মুসল্লী, দেশ তথা জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন গৌরনদী উপজেলা জামে মসজিদের খতিব মুফতি আব্দুল হালিম। নামাজ শেষে দেশ ও জাতিসহ বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করা হয়।