গৌরনদী
গৌরনদীর বিভিন্ন অফিস , স্কুল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক দেলোয়ার হোসেন
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন ন্যায্য মূল্যের পণ্য বিক্রি এবং কৃষক কর্ণার, মডেল থানা, পৌরসভা, উপজেলা পরিষদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ইউনিয়ন ভ‚মি অফিস ও আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেছেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
মঙ্গলবার দিনব্যাপী কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খান, উপজেলা সহকারী কমিশনার ভ‚মি মোঃ রাজিব হোসেন, মডেল থানার ওসি মো: ইউনুস মিয়া সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। এছাড়া জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন একদিনে নামজারি কার্যক্রম ও গৌরনদী ক্লাব এন্ড সোসাইটি ও গৌরনদী মডেল পাঠাগার উদ্ধোধন করেন। সন্ধ্যায় গেরাকুল আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন।