গৌরনদী
আগৈলঝাড়ায় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, মামলা দায়ের
নিজস্ব প্রতিবেদকঃ বিদ্যালয়ের জমাজমি নিয়ে স্থাণীয় প্রভাবশালীদের সাথে বিরোধের জের ধরে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের কোদালাধোয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে পাওয়া গেছে। হামলার প্রতিবাদ ও ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে আগৈলঝাড়া উপজেলা সদরে ইউএনও কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে বিদ্যালয়ের ৪ শতাধিক শিক্ষার্থী। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুলিন চন্দ্র বাড়ৈ বাদী হয়ে সোমবার আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয়ের সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে কোদালধোয়া গ্রামের প্রভাবশালী কমলেশ বাড়ৈ ও তার তিন সহদরদের সাথে বিরোধ চলে আসছিল। কমলেশ বাড়ৈ গংরা বিরোধপূর্ন জমিতে রোববার সকালে বালু ভরাটের কাজ শুরু করেন। খবর পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুলিন চন্দ্র ঘটনাস্থলে গিয়ে ভরাট কাজ করতে নিষেধ করেন। এ সময় কমলেশ বাড়ৈ ও তার লোকজন প্রধান শিক্ষকের সাথে অশালীন আচরন করেন। খবর পেয়ে বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী প্রতিদিপ্ত রায়, অঞ্জন মধু, অর্গ ওঝা, রাকিশ মধু, রিক ও উদয় পান্ডের নেতৃত্বে কতিপয় শিক্ষার্থী শিক্ষককে অপমানের প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ কমলেশ বাড়ৈ, অরবিন্দু, দীপংকর ও শুভংকর বাড়ৈর নেতৃত্বে ১৫/২০ জন সন্ত্রাসী দেশীয় ধালাল অস্ত্র নিয়ে হামলা চালায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুলিন চন্দ্র অভিযোগ করে বলেন, প্রভাবশালী কমলেশ বাড়ৈ বিদ্যালয়ের জমি জবর দখলের পায়তারা আসছিলে । রোববার ভাড়াটে সন্ত্রাসী নিয়ে বিদ্যালয়ের জমি ভরাট করতে গেলে আমি বাধা দিলে আমাকে লাঞ্চিত করে। খবর পেয়ে শিক্ষার্থীরা প্রতিবাদ করলে কমলেশের ভাড়াটে সন্ত্রাসীরা হামলা চালিয়ে পিটিয়ে ৭ শিক্ষার্থীকে আহত করেছে। হামলার প্রতিবাদে তাৎক্ষনিকভাবে রোববার ও সোমবার সকালে ৪শতাধিক বিক্ষুব্ধ শিক্ষার্থী আগৈলঝাড়া উপজেলা সদরে ইউএনও কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে কমলেশ বাড়ৈ হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, আমি আমার বৈধ জমিতে বালু ভরাট করতে গেলে ছাত্ররা আমার উপর হামলা করে কাজ বন্ধ করে দেয়।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) সুশংকর মল্লিক বলেন, বিচারের আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফিরে যাওয়ার আহবানে জানালে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে গেছে। হামলার ঘটনায় কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুলিশ চন্দ্র বাড়ৈ বাদী হয়ে সোমবার কমলেশ বাড়ৈ ও তার তিনসহদরকে আসামি করে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন এ প্রসঙ্গে বলেন, জমি জমার বিষয় স্থানীয় ভাবে মিমাংশা করার উদ্যোগ নেওয়া হবে। তাতে সমস্যার সমাধান না হলে না আইন-আদালতের মাধ্যমে সমাধান হবে। কিন্তু যারা জোরপূর্বক স্কুলের জায়গা দখল করতে গিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।