বরিশাল
উজিরপুরের ওটরা ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়ন বিএনপির কর্মী সভা শনিবার বিকেলে ৩টায় হাজী তাহের উদ্দিন ইসলামিয়া ডিগ্রি কলেজঅনুষ্ঠিত হয়। ওটরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেনবাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য, বরিশাল জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক জনপ্রিয় নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টু। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হুমায়ুন খান, তাতী দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহবায়ক মোঃ আনিচুর রহমান, ওটরা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ মাসুদ মোল্লা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন হাওলাদার। বক্তব্যের শুরুতে সকল নেতাকর্মীদের নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে ১ মিনিট নিরাবতা পালন করেন। প্রধান অতিথি এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, ফ্যাসিষ্ট ও স্বৈরাচার শেখ হাসিনার মতে আওয়ামীলীগ দল করলে মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি, আর বিএনপি-জামায়াতসহ অন্যান্য দল করলে তারা রাজাকার। ফ্যাসিষ্ট শেখ হাসিনার ওই কথার উত্তর দেয়ার সময় এসেছে।