গৌরনদী
গৌরনদীর সাবেক পৌর মেয়র আলাউদ্দিন ভূইয়াকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী পৌরসভার সাবেক মেয়র ও গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আলাউদ্দিন ভূঁইয়াকে (৬৯) বৃহস্পতিবার দুপুরে বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জের ফেরিঘাট বাজারে উত্তেজিত জনতা মারধর করেছে। খবর পেয়ে বাবুগঞ্জ থানা পুলিশ তাকে উদ্ধার করে গৌরনদী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, মীরগঞ্জ ফেরিঘাটে গৌরনদী পৌরসভার সাবেক মেয়র আলাউদ্দিন ভ‚ইয়াকে মারধর করার খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে পৌছে তাকে উদ্ধার করে গৌরনদী মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেছি। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, আওয়ামী লীগ শাসনামলে হামলা ও ভাংচুুরের অভিযোগে গত ১৫ নভেম্বর গৌরনদী থানায় দায়ের হওয়া একটি মামলার সন্দীগ্ধ আসামি হিসেবে আলাউদ্দিন ভূঁইয়াকে গ্রেফতার করে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। বরিশাল মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. আজিজুল ইসলাম জানান, গৌরনদীর সাবেক পৌর মেয়র আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন ভ‚ইয়া পালিয়ে মুলাদী যাওয়ার পথিমধ্যে মীরগঞ্জ ফেরিঘাটে বিক্ষুব্ধ জনতা তাকে ধরে মারধর করে বাবুগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করার কথা আমরা শুনেছি। সাবেক পৌর মেয়র আলাউদ্দিন ভ‚ইয়ার ছেলে অনিক ভূঁইয়া জানান, বৃহস্পতিবার দুপুরে তার বাবা মুলাদী যাওয়ার পথে বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় হামলার শিকার হন।