গৌরনদী
গৌরনদীতে প্রাণি সম্পদের উদ্যোগে ৬শত টাকা কেজি গরুর মাংস বিক্রির কার্যক্রম উদ্ধোধন
নিজস্ব প্রতিবেদকঃ সিন্টিকেট ভাঙ্গতে এবং সাধারন মানুষযাতে স্বল্পমূল্যে গরুর মাংস কিনতে পারে সে লক্ষ্যে বরিশালের গৌরনদীর তিনটি বাজারে ৬শত টাকা কেজি দরে গরুর মাংস বিক্রির কার্যক্রম উদ্ধোধন করা হয়েছে।
জানা গেছে, দ্রব্যমূল্যে উর্ধ্বগতিতে নিন্মআয়ের মানুষ বেশি বিপদে পড়েছেন। কেউ চাল কিনতে পারলেও সবজি বা অন্য পণ্য কিনতে পারছেনা। গরুর মাংস তো তাদের জন্য অসম্ভব। এমন পরিস্থিতিতে উপজেলা প্রাণি সম্পদ এর উদ্যোগে শুক্রবার সকালে আশোকাঠী বাজার সহ তিনটি বাজারে ৬শত টাকা গরুর মাংস বিক্রির কার্যক্রম উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ আবু আব্দুল্লাহ খান। এ সময় উপজেলা টাক্সফোর্স কমিটির সভাপতি ও উপজেলা সহকারী কমিশনার ভ‚মি মোঃ রাজিব হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, মাংস বিপনী বাবুল সরদার, দেলোয়র সরদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মাংস বিপনী বাবুল সরদার (বাবুল কসাই) জানান, প্রতিদিন সকাল ৬ থেকে সকাল ১১ টা পর্যন্ত প্রাথমিক অবস্থায় আশোকাঠী, মাহিলাড়া, বাটাজোর বাজারে ৬শত টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি হবে। পরবর্তীতে এর পরিধি বাড়ানো হবে। মাংস ক্রেতা সাইফুল আলম বলেন, ‘বাজারের তুলনায় এখানে গরুর মাংস অনেক দামে পাওয়া যাচ্ছে’।
মাংস বিপনী দেলোয়র সরদার জানান, সিন্ডিকেট ভাঙ্গা ও সাধারন মানুষ যাতে স্বল্পমূল্যে গরুর মাংস কিনতে পারেন সে লক্ষ্যে এ উদ্যোগ।