বরিশাল
আগৈলঝাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যের বীজ ও সার বিতরণ
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের আগৈলঝাড়ায় রবি মৌসুমে প্রনোদণা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের সভাপতিত্বে ৭শত ৫০জন কৃষকদের মাঝে বিনামুল্যের সার ও বীজ বিতরণ করা হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা পিযুষ রায়, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আফজাল হোসেন ও আইসিটি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা বাবুল বেপারীসহ প্রমুখ। পরে প্রতিজন ক্ষুদ্র কৃষকদের মাঝে ১০কেজি করে রাসায়নিক সার ও এক কেজি করে বীজ বিতরণ করা হয়।