বরিশাল
গৌরনদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ন্যায্যমূল্যে পণ্য বিপনন কেন্দ্র ও কৃষক কর্নার উদ্ধোধন
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদীতে বাজার ও নিত্যপ্রয়োজনী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গৌরনদী বন্দর, টরকী বন্দর, মাহিলাড়া বাজার, বাটাজোর বাজার ও সরিকল বাজারে একযোগে উপজেলা প্রশাসনের উদ্যোগে ন্যায্যমূল্যে পণ্য বিপনন কেন্দ্র ও কৃষক কর্নার বৃহস্পতিবার সকালে উদ্ধোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ আবু আব্দুল্লাহ খান।
উপজেলা টাক্সফোর্স কমিটির সভাপতি ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ রাজিব হোসেন জানান, এ সব ন্যায্যমূল্যে পণ্য বিপনন কেন্দ্রে প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত আলু, পেয়াজ, ডিম এর পাশাপাশি থাকবে কৃষক কর্নার যেখানে প্রান্তিক কৃষকেরা তাদের উৎপাদিত শাকসবজি বিক্রয় করবেন। উদ্ধোধনী অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা টাক্সফোর্স কমিটির সভাপতি ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ রাজিব হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সেকেন্দার শেখ, মডেল থানার ওসি মোঃ ইউনুস মিয়া, উপজেলা প্রাণিস¤প্রসারণ কর্মকর্তা ডা. আরিফ হোসেন, গৌরনদী বন্দর ব্যবসায়ী সমিতির সদস্য সচিব কামরুজ্জামান খোকন। এ ছাড়া উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ীগণের পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলার ছাত্র প্রতিনিধিগণ এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করবেন।