গৌরনদী
গৌরনদী ভেটেনারী রিপ্রেজেনটিভ এ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদী ভেটেনারী রিপ্রেজেনটিভ এ্যাসোসিয়েশনের ২০১৬ -২০১৭ইং সালের বার্ষিক সাধারন সভা ও কার্যকরী কমিটির নির্বাচন গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত। সংগঠনের সভাপতি মোঃ সাব্বির আহমেদ দুলালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মোসাদ্দেক খন্দকার, মোঃ হাসানইমান, মোঃ আঃ কাইয়ুম মোঃ শেখ আসাদুজ্জামান প্রমূখ।
সাধারন সভার দ্বিতীয়ার্ধে এ্যাসোসিয়েশনের ২০১৬ -২০১৭ইং সালের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। কমিটির নির্বাচিত কর্মকর্তারা হলেন, সভাপতি মোঃ সাব্বির আহমেদ দুলাল (ক্যামিষ্ট ল্যাবঃ লিঃ), সহ-সভাপতি মোঃ কাইয়ুম (এ,সি,অঅই), সাধারন সম্পাদক মোঃ মোসাদ্দেক খন্দকার (টেকনো ড্রাগস), যুগ্ম সাধারন সম্পাদক মোঃ শেখ আসাদুজ্জামান (ইয়ন এ্যাঃ), সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান ইমাম নাঈদ (এফ,এন,এফ লিঃ), কোষাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম (লিভার এগ্রোভেট), প্রচার সম্পাদক মোঃ সরোয়ার হোসেন (গ্লোব ফার্মাসিটিক্যালস), নির্বাহী সদস্য মোঃ আমিনুল ইসলাম (কিমিষ্ট ল্যাঃ লিঃ), মোঃ মনিরুজ্জামান মনির (সোলভার এ্যাঃ) ও মোঃ রাশেদুল ইসলাম(পপুলার ফার্মা)।