গৌরনদী
দ্বিধা-বিভক্ত হয়ে আগৈলঝাড়া বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আলাদা ভাবে পালন
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলা বিএনপির আভ্যন্তরীন কোন্দলের কারনে পৃথক পৃথকভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৪ইং পালন করেছে। এতে ক্ষুব্ধ হয়েছেন তৃনমুল নেতা-কর্মীরা।
দলীয় ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ ) আকন কুদ্দুসুর রহমান, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান ও এ্যাড. কামরুল ইসলাম সজল গ্রæপ মিলে উপজেলা সদরে বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে সকাল সাড়ে ১০টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে র্যালী বের করে। র্যালী শেষে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা যুবদলের আহবায়ক শোভন রহমান মনিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবুল হোসেন লাল্টু, এসএম আফজাল হোসেন শিকদার, উপজেলা বিএনপি নেতা মো. মাহাবুবুল ইসলাম, আরিফ হোসেন ফিরোজ, জেলা যুবদলের সদস্য হেমায়েত তালুকদার, সালমান হাসান রিপন ও রাশেদুল ইসলাম টিটন, উপজেলা যুবদলের সদস্য সচিব শিপন হাওলাদার, উপজেলা শ্রমিকদলের সভাপতি আল সজল আলাল, সাধারন সম্পাদক লিটন সিকদারসহ প্রমুখ।
অপরদিকে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক এমপি এম জহির উদ্দিন স্বপনের সমর্থকরা উপজেলা সদরের দলীয় কার্যালয়ের সামনে সকাল ৯টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক হাফিজুর রহমান সিকদার, জেলা যুবদল নেতা শাহ মোহাম্মাদ বখতিয়ারসহ প্রমুখ।