বরিশাল
গৌরনদীতে সাংবাদিককে হুমকি \ থানায় জিডি
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদীতে অবৈধ ব্যবসার সংবাদ সংগ্রহ করে বাসায় ফেরার পর অজ্ঞাতনামা ব্যক্তিরা সংবাদ সংগ্রহকারী সাংবাদিককে মুঠোফোনে হুমকি দিয়েছে। এঘটনায় হুমকিদাতাদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়রী করা হয়েছে।
সোমবার দুপুরে গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকালের গৌরনদী প্রতিনিধি খোন্দকার মনিরুজ্জামান মনির জানান, গত ১৯ সেপ্টেম্বর থেকে গৌরনদী উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি)র স্মার্ট কার্ড বিতরণের কার্যক্রম শুরু করে বাংলাদেশ নির্বাচন কমিশন। স্মার্ট কার্ড বিতরণের শুরু থেকে একটি অবৈধ ব্যবসায়ী সিন্ডিকেট চক্র বিতরণ কেন্দ্রগুলোতে ভ্রাম্যমান দোকান খুলে বসে স্মার্ট কার্ডের কালার ফটোকপি প্রিন্ট, লেমিনেটিং করা সহ স্মাটকার্ডের কভার ও ক্লিপ বিক্রির রমরমা অবৈধ ব্যবসা করে আসছে। এবিষয়ে সংবাদ সংগ্রহের জন্য রোববার দুপুরে উপজেলার মাহিলাড়া ইউনিয়নের মধ্য বিল্বগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিতরণ কেন্দ্রের পাশে অবস্থিত পাঁচটি অবৈধ ভ্রাম্যমান দোকানের ছবি তোলা ও ভিডিও ধারন এবং দোকানীদের অবৈধ ব্যবসার তথ্য সংগ্রহ করে বাসায় ফিরে আসি। বিকেল চারটার দিকে ০১৭৩৪৯২২২৫৭ নম্বর থেকে আমাকে ফোন করে ওই অবৈধ ব্যবসার ক্ষতি করা থেকে বিরত থাকতে বলে এবং বিভিন্ন রকমের ভয় ভীতি দেখায়। এসময় আমি তার পরিচয় জানতে চাইলে হুমকিদাতা নিজের নাম একবার সোহেল, আরেকবার জুয়েল বলেছেন। তবে সে তার বিস্তারিত পরিচয় দেয়নি। পরে ওইদিন রাতে থানায় সাধারণ ডায়রী করা হয়।
গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে এবং হুমকিদাতাকে সনাক্ত করা সম্ভব হলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।