গৌরনদী
আগৈলঝাড়ায় চাঁদা না দেয়ায় যুবদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে যুবদল নেতার দাবিকৃত চাঁদা না দেয়ায় হামলা চালিয়ে ব্যবসায়ীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে হামলার শিকার ব্যবসায়ীর পুত্র ।
অভিযোগে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের ব্যবসায়ী শচীন ভক্তের তিন লক্ষ টাকা চাঁদা দাবি করেন রাজিহার ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক রবিন্দ্র নাথ বৈদ্য ও তার সহযোগী বিভূতি বাগচী ও নরেশ বৈদ্য। আহত ব্যবসায়ী শচীন ভক্তের ছেলে সঞ্জিত কুমার ভক্ত অভিযোগ করে বলেন, আওয়ামীলীগ ক্ষমতা হারানোর পরে আমার বাবাকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল যুবদল নেতা রবিন্দ্র নাথ বৈদ্য, বিভূতি বাগচী ও নরেশ বৈদ্য। তাদের ভয়ে আমার বাবা শচীন ভক্ত দীর্ঘদিন ধরে পলাতক ছিল এবং শনিবার সকালে বাড়িতে আসেন। খবর পেয়ে যুবদল নেতা রবিন্দ্র নাথ বৈদ্য, বিভূতি বাগচী ও নরেশ বৈদ্য বাবার কাছে তিন লক্ষ টাকা চাঁদা দাবি করেন। নতুবা এলাকায় থাকতে পারবে না বলে হুমকি দেন। শনিবার রাত ৭টায় আমার বাবা বাড়ির পাশে চায়ের দোকানে গেলে যুবদল নেতা রবিন্দ্র নাথ বৈদ্যের নেতৃত্বে ৩-৪ জনের একটি দল বাবার উপর হামলা করে গুরুতর আহত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা বাবাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় রোববার আহত শচীন ভক্তের ছেলে সঞ্জিত কুমার ভক্ত বাদী হয়ে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সম্পর্কে জানতে চাইলে চাঁদা চাওয়ার কথা অস্বীকার করে যুবদল নেতা রবিন্দ্র নাথ বৈদ্য বলেন, শচীন ভক্তের সাথে আমার ভাই নরেশ বৈদ্যের পূর্বে ব্যবসা নিয়ে বিরোধ ছিল । এক বছর পূর্বে শচীন ভক্ত আমার ভাইকে মারধর করে জোরপূর্বক সাদা ষ্ট্যাম্পে স্বাক্ষর নিয়েছিল। সেই বিষয়ে জানতে চাইলে মিথ্যা অভিযোগ করেছে। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।