বরিশাল
গৌরনদীতে ঘূর্ণিঝড় দানা মোবাবেলায় পূর্ববর্তী প্রস্তুতি সভা
নিজস্ব প্রতিবেদকঃ পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য এলাকায় অবস্থান রত ঘূর্ণিঝড় দানা মোবাবেলায় বরিশালের গৌরনদী উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির পূর্ববর্তী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পাদ কর্মকর্তা ডাঃ পলাশ সরকার, মডেল থানার ওসি মোঃ ইউনুস মিয়া, বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়ার অরেন্ট অফিসার হুমায়ন কবির, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার, ফারুক হোসেন মোল্লা, আব্দুর রব হাওলাদার, সহকারী শিক্ষা অফিসার চুন্নু ফকির, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহাদাত হোসেন, গৌরনদী ফায়ার সার্ভিসের সহকারী এসও মাহাবুব আলম প্রমুখ। ঘূর্ণিঝড় দানা মোবাবেলায় ৮টি সাইক্লোন সেন্টার ও ৫০টি আশ্রয় ওকন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।